বিএসএমএমউতে ১০ রোগীকে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি
জন্মগত মুখমণ্ডল বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা ১০ রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে
জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মেজ ছেলে শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০তম জন্মদিন উপলক্ষে আগামী ৩ মে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি কার্যক্রম ৩ মে শুরু হবে। চলবে ৪ মে পর্যন্ত। বিনামূল্যে প্লাস্টিক সার্জারি কার্যক্রম পরিচালনা করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল।
জন্মগত মুখমণ্ডল বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি ইউনিটের এ উদ্যোগ তত্ত্বাবধান করছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এ জন্য শনিবারের (২৯ এপ্রিল) মতো রবিবারও (৩০ এপ্রিল) রোগী বাছাই কার্যক্রম চলছে। সেবাগ্রহণে ইচ্ছুকদের সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত যোগাযোগ করার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান অনুরোধ জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আইয়ুব আলী জানান, বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ভবন-২ এর ২০৬ নম্বর কক্ষে রোগী বাছাই করা হচ্ছে। বাছাই করা রোগীর মধ্যে ১০ জনকে আগামী ৩ ও ৪ মে অস্ত্রোপচার করা হবে।