সাপের কামড়ে বছরে ৬ হাজার ৪১ জনের মৃত্যু

ডক্টর টিভি রিপোর্ট
2023-04-29 17:38:05
সাপের কামড়ে বছরে ৬ হাজার ৪১ জনের মৃত্যু

রাজধানীর হোটেল শেরাটনে ন্যাগলেগটেড ট্রপিক্যাল ডিজিস (এনটিডি) দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা

বাংলাদেশে বছরে প্রায় ৫ লাখ ৮১ হাজার ৯১১ জন সাপের কামড়ের শিকার হন। এর মধ্যে প্রায় ৬ হাজার ৪১ জনের মৃত্যু হয়। 

শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর হোটেল শেরাটনে ন্যাগলেগটেড ট্রপিক্যাল ডিজিস (এনটিডি) দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে।

মূল প্রবন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কালাজ্বর কর্মসূচির সহকারী পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডা. এমএম আক্তারুজ্জামান বলেন, সর্প দংশন বাংলাদেশের অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। তবে, সাপে কাটলে আতঙ্কিত হওয়া উচিত নয়। কারণ দেশের বেশিরভাগ সাপই নির্বিষ। মাত্র ৭/৮ প্রকার বিষধর সাপ রয়েছে। 

ডা. আক্তারুজ্জামান বলেন, সাপে দংশিত হলে আক্রান্ত স্থানের ওপরে বা নিচে কোনকিছু দিয়ে শক্ত করে বাঁধা যাবে না। এতে আক্রান্ত-স্থানে পচন ধরতে পারে। সাপে কামড় দিলে বরং মোটা কাপড় বা ব্যান্ডেজ দ্বারা প্যাচানো উচিত যাতে মাঝারি চাপ অনুভূত হয়। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। সরকারি হাসপাতালে বিনামূল্যে সর্প দংশনের ওষুধ পাওয়া যায় বলে জানান তিনি। 

ডা. আক্তারুজ্জামান আরও বলেন, বিশ্বের ১৪৯টি দেশের প্রায় ১৭০ কোটি প্রান্তিক মানুষের জন্য ন্যাগলেগটেড ট্রপিক্যাল ডিজিস (উপেক্ষিত গ্রীষ্মমণ্ডলীয় রোগসমূহ) মারাত্মক হুমকি। এই রোগগুলো আক্রান্তদের অন্ধতা, মানসিক-শারিরীক বিকলাঙ্গতা ও অঙ্গ-প্রত্যঙ্গ বিকৃতির মাধ্যমে শুধু স্বাস্থ্যহানি ঘটায় না; বরং তাদের স্বাভাবিক বেঁচে থাকার সুযোগ কেড়ে নেয়। এমনকি পরিবার বা সমাজে বসবাস করা ঝুঁকির মুখে ফেলে দেয়।


আরও দেখুন: