বিএসএমএমইউর শিশু কার্ডিওলজির পিডি হলেন ডা. শাখাওয়াত

ডক্টর টিভি রিপোর্ট
2023-04-29 14:56:40
বিএসএমএমইউর শিশু কার্ডিওলজির পিডি হলেন ডা. শাখাওয়াত

নবনিযুক্ত প্রকল্প পরিচালককে সবার সঙ্গে মিলেমিশে ও মতামত নিয়ে কাজ করার নির্দেশনা দেন উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘পূর্ণাঙ্গ শিশু কার্ডিওলজি ও শিশু কার্ডিয়াক সার্জারি ইউনিট স্থাপন’ শীর্ষক প্রকল্পের পরিচালক (পিডি) হিসেবে নিয়োগ পেয়েছেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মো. শাখাওয়াত আলম।

শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত প্রকল্প পরিচালক ডা. মো. শাখাওয়াত আলম। এ সময় তাকে সবার সঙ্গে মিলেমিশে ও মতামত নিয়ে কাজ করার নির্দেশনা দেন উপাচার্য।

অনুষ্ঠানে বিএসএমএমইউর প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজ, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন,  উপাচার্যের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফয়সাল ইবনে কবির, শিশু দন্ত্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাকির শিকদার, সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক ডা. মেহেদী হাসান, বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আলম, ইন্টারন্যাল মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. তৌফিক আহমেদ, সার্জারি বিভাগের আবাসিক সার্জন (আরএস) সহকারী অধ্যাপক ডা. আজিজুর রহমান, কনজার্ভেটিভ ডেনটিসট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. আসাদুজ্জামান সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২৪ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পরিকল্পনা-১ শাখার উপসচিব নাদিরা হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিএসএমএমইউর শিশু হৃদরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মো. শাখাওয়াত আলমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিয়োগ দেওয়া হয়।


আরও দেখুন: