বিএসএমএমইউয়ে ফ্রি প্লাস্টিক সার্জারির রোগী বাছাই শুরু
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)
মুখমণ্ডলের জন্মগত বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্দেশ্যে রোগী বাছাই করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। ডক্টর টিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আইয়ুব আলী।
তিনি জানান, আজ শনিবার (২৯ এপ্রিল) ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ভবন ২ এর কক্ষ নং ২০৬ এ রোগী বাছাই শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত। পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামীকাল রোববারেও (৩০ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগী বাছাই কার্যক্রম চলবে।
বাছাইকৃত রোগীদের মধ্যে ১০ জনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ শেখ জামালের ৬৯তম জন্মদিবস উপলক্ষে আগামী ৩ ও ৪ মে বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে অস্ত্রোপচার করা হবে।
বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ৪র্থ ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আরও দেখুন:
- বঙ্গবন্ধু-শেখ-মুজিব-মেডিকেল-বিশ্ববিদ্যালয়
- বিএসএমএমইউ
- ফ্রি-প্লাস্টিক-সার্জারি
- রোগী-বাছাই
- শহীদ-শেখ-জামাল