বিএসএমএমইউ’র এমডি-এমএস পরীক্ষার আবেদন ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ
আগামী ২ থেকে ৩১ মে এর মধ্যে পূরণ করতে হবে আবেদন ফরম
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও এর অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটের এমডি-এমএস স্নাতকোত্তর কোর্সের শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার (২৬ এপ্রিল) বিএসএমএমইউ’র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মায়া জোয়ারদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জুলাই-২০২৩ সেশনে এমডি-এমএস স্নাতকোত্তর কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ২ থেকে ৩১ মে এর মধ্যে আবেদন ফরম পূরণ করতে হবে। ছাত্র-ছাত্রীদের আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা প্রদান সম্পর্কিত যাবতীয় নিয়মাবলি নোটিসে উল্লেখ করা হয়েছে।’
কোর্স ও পর্ব: এমডি ও এমএস প্রথম ও দ্বিতীয় ফাইনাল পর্ব।
লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়সূচী: ৮ থেকে ১৩ জুলাই ২০১৩ পর্যন্ত।
পরীক্ষার ফিসসহ বিশ্ববিদ্যালয়ে আবেদন ফরম সংগ্রহ ও জমাদানের তারিখ: ২ থেকে ৩১ মে পর্যন্ত।
সকল পরীক্ষা ফি (অফেরত যোগ্য) জমাদানের হিসাব নম্বর: COURSE EXAM. & MISC. FUND SND-A/C NO- 0947102001727 পূবালী ব্যাংক লিঃ, শাহবাগ এভিনিউ মডেল শাখা, ঢাকা-১০০০।
নোটিশ দেখতে ক্লিক করুন-
https://drive.google.com/file/d/10Lpa3edeZqxLwpNw9v8WuWmZEJpIzhl4/view?usp=share_link