সন্তান জন্মদানে নিজ কর্মস্থলকে বেছে নিলেন চিকিৎসক
সন্তান জন্মদানের জন্য নিজ কর্মস্থল কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বেছে নিলেন মেডিকেল অফিসার ডা: তাইফুর রহমান
সন্তান জন্মদানের জন্য নিজ কর্মস্থল কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বেছে নিলেন মেডিকেল অফিসার ডা: তাইফুর রহমান। মঙ্গলবার (১৮ এপ্রিল) বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা: তাইফুর রহমানের স্ত্রী ডা: নাজনীন আক্তারের সিজারিয়ান অপারেশন হয়। ডক্টর টিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল। নবজাতক ও মা দুইজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।
ডা. কামরুল হাসান সোহেল জানান, সিজার অপারেশনে নেতৃত্ব দেন জুনিয়র কনসালটেন্ট গাইনি ডা: শাহনাজ বেগম। ওটি এসিস্ট করেন মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল ফেরদৌস। এনেসথেসিয়া দিয়েছেন জুনিয়র কনসালটেন্ট এনেসথেসিয়া ডা: জুলকারনাইন মজুমদার। ওটিতে সার্বিক সহযোগিতা করেছেন এসএসএন হাসনা হেনা, এসএসএন নাছিমা আক্তার, ওয়ার্ডবয় নাসির ও ওয়ার্ডবয় সাইফুল।
টিম বরুড়ার চিকিৎসা সেবায় আস্থা রাখায় ডা: তাইফুর রহমান ও ডা: নাজনীন আক্তার দম্পতিকে অভিনন্দন জানানো হয়েছে।
ইতোপূর্বে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তন আবাসিক মেডিকেল অফিসার ডা: নির্ঝর ভৌমিকের স্ত্রী ডেন্টিস্ট ডা: মাধবীলতা মজুমদারের সিজারিয়ান অপারেশনও হয়েছিল বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আন্তরিক স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে সবার আস্থা তৈরি করেছে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।