চমেক হাসপাতালে ক্যান্সার রোগীর মাইক্রোওয়েব এব্লেশন

ডক্টর টিভি রিপোর্ট
2023-04-17 13:42:04
চমেক হাসপাতালে ক্যান্সার রোগীর মাইক্রোওয়েব এব্লেশন

প্রথমবারের মত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগে সফলভাবে ২টি রোগীর মাইক্রোওয়েব এব্লেশন করা হয়েছে

প্রথমবারের মত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রেডিওথেরাপি বিভাগে সফলভাবে ২টি রোগীর মাইক্রোওয়েব এব্লেশন করা হয়েছে। এরমধ্যে একজন প্রাথমিক লিভার ক্যান্সারের রোগী ও অন্যজন মেটাস্টাটিক লিভার ক্যান্সারের রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য প্রচার করা হয়েছে। 

341681372_180816171502328_4039701477796534127_n

এতে বলা হয়েছে, রোগীদের মাইক্রোওয়েব এব্লেশন প্রক্রিয়াটি পরিচালনা করেন ইন্টারভেনশন রেডিওলজিস্ট ডা. সারোয়ার মোরশেদ। তত্ত্বাবধান করেন প্রফেসর ডা.সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসানের  উপস্থিতিতে টিম ওয়ার্কের মাধ্যমে এটি সম্পন্ন করেন ডা.ফাহমিদা আলম।


আরও দেখুন: