বাঁচানো গেল না মেডিকেল শিক্ষার্থী লিমনকে

ডক্টর টিভি রিপোর্ট
2023-04-17 11:15:14
বাঁচানো গেল না মেডিকেল শিক্ষার্থী লিমনকে

না ফেরার দেশে চলে গেলেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী লিমন শেখ

না ফেরার দেশে চলে গেলেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী লিমন শেখ (২৩)। রোববার (১৬ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গত ১৮ মার্চ দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লিমন। 

মেধাবী শিক্ষার্থী লিমন শেখ ছিলেন নড়াইলের লোহাগড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের লক্ষীপাশা এলাকার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী মশিউর রহমানের একমাত্র ছেলে।

লিমনের মৃত্যুর খবর এলাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

লিমনের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ লিমনসহ তার ৪-৫ জন বন্ধু মিলে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যান। সমুদ্র সৈকত দেখে চান্দের গাড়ি যোগে ফেরার পথে হঠাৎ বৃষ্টিসহ ঝড়ের কবলে পড়ে। ঝড়ের সময় আকস্মিক একটি গাছের ডাল এসে লিমনের মাথায় পড়ে। এতে লিমন মারাত্মক আহত হয়।

এসময় তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসাইন্স মেডিকেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যায়।


এ দিকে রোববার রাত আটটার দিকে লিমনের মরদেহ লক্ষীপাশার বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আত্মীয় স্বজনসহ উপস্থিত এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন।


রাত সাড়ে ৯টায় লক্ষীপাশা আল-মারকাজুল মসজিদ চত্বরে জানাজার নামাজ শেষে তাকে লক্ষীপাশা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। 


আরও দেখুন: