রাজশাহীতে বাড়ছে জন্ডিস-হেপাটাইটিস রোগীর সংখ্যা

ডক্টর টিভি রিপোর্ট
2023-04-16 19:17:48
রাজশাহীতে বাড়ছে জন্ডিস-হেপাটাইটিস রোগীর সংখ্যা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহীতে বাড়ছে জন্ডিস ও হেপাটাইটিস রোগীর সংখ্যা। গত এক মাসে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। যার সবাই হেপাটাইটিস ও জন্ডিস রোগে আক্রান্ত।

চিকিৎসকরা বলছেন, পানির কারণেই এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে রাজশাহী ওয়াসার দাবি পানির মান ঠিক আছে।

রাজশাহী সিটি করপোরেশনের তথ্য মতে, নগরীর ৩০টি ওয়ার্ডে গত সাতদিনে নতুন করে ৯ জন জন্ডিস ও হেপাটাইটিস রোগী শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে ১৬ জন জন্ডিস ও হেপাটাইটিস রোগী শনাক্ত হয়েছে।

হেপাটাইটিস ও জন্ডিস রোগী বেড়ে যাওয়ায় রাজশাহী সিটি করপোরেশনকে চিঠি দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মেদ জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হেপাটাইটিস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এটি যেহেতু পানিবাহিত রোগ তাই আমরা সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগকে চিঠি দিয়েছি।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এম এ আঞ্জুমান আরা বেগম জানান, প্রতি সপ্তাহজুড়েই আমরা জন্ডিস ও হেপাটাইটিস রোগীর তালিকা করি। আমাদের মাঠকর্মীদের জন্ডিস ও হেপাটাইটিস রোগীর তথ্য নিতে বলা হয়েছে। সেই প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে আমাদের কাছে তো তথ্য নেই বলে জানিয়েছেন রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন।


আরও দেখুন: