নিজ থেকে চোখ খুলেছেন ডা. মর্তুজা আল মামুন

ডক্টর টিভি রিপোর্ট
2023-04-16 03:18:29
নিজ থেকে চোখ খুলেছেন ডা. মর্তুজা আল মামুন

শুক্রবার ডা. মর্তুজা মামুনকে দেখতে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। - ছবি: সংগৃহীত

ডা. মর্তুজা আল মামুনের অবস্থা এখন আগের চেয়ে একটু উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। নিজ থেকে চোখ খুলেছেন তিনি। তবে এখনও শংকামুক্ত নয়। 

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেজবাহুল মোকাররাবীন ডক্টর টিভিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ডা. মর্তুজা আল মামুনের অবস্থা এখন সকালের চেয়ে উন্নত। এখন মাল্টিডিসিপ্লিনারি এপ্রোচে ট্রিটমেন্ট চলছে। সিডেশন (ঘুমের ওষুধ দেওয়া) বন্ধ করা হয়েছিল, সে সময় নিজে থেকে চোখ খুলেছে এবং আগের চেয়ে ভালো কমান্ড ফলো করতে পেরেছে। তবে ব্রেন ইনজুরি থেকে সুস্থ হতে কত সময় লাগবে তা বুঝা যাচ্ছে না। 


আইসিইউর কনসালটেন্টের বরাত দিয়ে ডা. মেজবাহুল মোকাররাবীন বলেন, ডা: মামুনের জিসিএসের (GCS) উন্নতি হচ্ছে। সেচুরেশন অক্সিজেন দিয়ে মেনটেইন হচ্ছে, চেস্ট ড্রেইন বা বুকে নল দিয়ে এক্সিডেন্টের কারণে জমটা বাঁধা রক্তের পরিমাণ কমে এসেছে, আশা করা যায় দ্রুত ভেনটিলেশন থেকে স্বাভাবিক অবস্থায় আনা যাবে। 

তিনি জানান, রক্তচাপ স্বাভাবিক রাখতে সাপোর্ট লাগছে। তবে আগের চেয়েও কম ডোজ লাগছে। ধারণা করা হচ্ছে septic shock এর জন্য প্রেসার কম থাকতে পারে, তবে ইনশাআল্লাহ সেটা চিকিৎসার মাধ্যমে ঠিক হবে। আজ তার শরীরে এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। প্রশ্রাব নির্গমণ যথাযথভাবে হচ্ছে। অন্যান্য শারীরিক অবস্থাও স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছে।  

ডা. মেজবাহুল মোকাররাবীন জানান, সব চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করছেন। পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী সবসময় পাশে আছে। 

প্রসঙ্গত, বাসের ধাক্কায় আহত মোটরবাইকআরোহী ডা. মর্তুজা মামুন বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। 

৩৩তম বিসিএসের কর্মকর্তা ডা. মর্তুজা আল মামুন বৃহস্পতিবার রাতে দিনাজপুরের চিরিরবন্দরে রোডে মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। অবস্থার  উন্নতি না হওয়ায় এয়ার এম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয়েছে। 

শুক্রবার দুপুর আড়াইটার দিকে ডা. মর্তুজা আল মামুনকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। 

ডা. মর্তুজা আল মামুন সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এ ফিজিক্যাল মেডিসিনে উচ্চতর ডিগ্রিতে অধ্যয়নরত।  

ডা. মর্তুজা আল মামুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া থেকে ১৫তম ব্যাচে এমবিবিএস পাস করেন। এরপর তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। 

পরে তিনি ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পেয়ে দিনাজপুর সদর হাসপাতালে মেডিসিন বিভাগে আরপি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল মেডিসিনে ফেজ বি’তে রয়েছেন।

ডা. মর্তুজা আল মামুনের সহধর্মিনী ডা. আরিফুন সোনালী বিসিএস ৪২তম ব্যাচের কর্মকর্তা। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে কর্মরত রয়েছেন।


আরও দেখুন: