জীবন মরণ সন্ধিক্ষণে বিসিএসের ৩৩তম ব্যাচের ডা. মর্তুজা মামুন 

ডক্টর টিভি রিপোর্ট
2023-04-14 02:28:49
জীবন মরণ সন্ধিক্ষণে বিসিএসের ৩৩তম ব্যাচের ডা. মর্তুজা মামুন 

ডা. মর্তুজা মামুন

বিসিএসের ৩৩তম ব্যাচের ডা. মর্তুজা আল মামুন এখন জীবন মরণ সন্ধিক্ষণে রয়েছেন।

বৃহস্পতিবার রাতে দিনাজপুরের চিরিরবন্দরে রোডে মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। বর্তমানে তিনি  দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ডেন্টাল কলেজের সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডা. একে আহমাদ মুসা।

তিনি জানিয়েছেন, ডা. মর্তুজা আল মামুন সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এ ফিজিক্যাল মেডিসিনে উচ্চতর ডিগ্রিতে অধ্যয়নরত।  

রাত সাড়ে ৯টার দিকে আরিফুল হক নামের একজন ফেসবুকে জানান, ডা. মর্তুজা আল মামুনের সিটি স্ক্যান রিপোর্ট নরমাল এসেছে। বুকের ডান পাশের হাড়গুলো ভেঙে গেছে,এখনও জ্ঞান ফেরেনি।

ডা. মর্তুজা আল মামুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া থেকে ১৫তম ব্যাচে এমবিবিএস পাস করেন। এরপর তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। 

পরে তিনি ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পেয়ে দিনাজপুর সদর হাসপাতালে মেডিসিন বিভাগে আরপি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল মেডিসিনে ফেজ বি’তে রয়েছেন।

ডা. মর্তুজা আল মামুনের সহধর্মিনী ডা. আরিফুন সোনালী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে কর্মরত রয়েছেন।

ডক্টর টিভি পরিবার ডা. মর্তুজা আল মামুনের দ্রুত আরোগ্য কামনা করছে।


আরও দেখুন: