ডা. জাফরুল্লাহর জানাজায় হাজারো মানুষ

ডক্টর টিভি রিপোর্ট
2023-04-13 16:00:21
ডা. জাফরুল্লাহর জানাজায় হাজারো মানুষ

সোহরাওয়ার্দী উদ্যানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ নামাজে জানাজা হয়। তীব্র দাবদাহ উপেক্ষা করে বরেণ্য এ চিকিৎসকের জানাজায় নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. জাফরুল্লাহর ছেলে বারিশ চৌধুরী জানান, তাঁর বাবাকে শুক্রবার বাদ জুমা গণস্বাস্থ্য কেন্দ্রে দাফন করা হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানান, বৃহস্পতিবার বিকেল ৪টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় জানাজা হবে। এরপর আগামীকাল শুক্রবার শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় তাঁর মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র। জুমার নামাজ শেষে সেখানেও তাঁর নামাজে জানাজা হবে। জানাজা শেষে গণস্বাস্থ্য কেন্দ্রেই মরদেহ দাফন করা হবে।

এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় ডা. জাফরুল্লাহ চৌধুরী মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সুশীল সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ মানুষ তাঁকে বিদায়ী শ্রদ্ধা জানান।

চিকিৎসাধীন অবস্থায় গত ১১ এপ্রিল রাত ১১টার দিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি।


আরও দেখুন: