ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার

ডক্টর টিভি রিপোর্ট
2023-04-13 13:55:56
ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার

১১ এপ্রিল রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ক্ষণজন্মা এ চিকিৎসক

কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে সর্বস্তরের মানুষ বিদায়ী শ্রদ্ধা জানাচ্ছেন। এরইমধ্যে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়।

এর আগে সকাল ১০টা ৫ মিনিটে বারডেম হাসপাতালের মরচুয়ারি থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে প্রথম শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী।

পরে বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে একটি প্রতিনিধিদল, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক,  রাজনীতিক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর বার্ধক্যজনিত জটিলতাগুলো খারাপের দিকে যায়। ১০ এপ্রিল তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরদিন ১১ এপ্রিল রাত ১১টার দিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ক্ষণজন্মা এ চিকিৎসক।


আরও দেখুন: