বিদেশে কখনও চিকিৎসা করাননি জাফরুল্লাহ চৌধুরী

ডক্টর টিভি রিপোর্ট
2023-04-12 15:52:36
বিদেশে কখনও চিকিৎসা করাননি জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী

সারা জীবন দেশে একটি কার্যকর ও সুলভ স্বাস্থ্য ব্যবস্থার স্বপ্ন দেখতেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রয়াসে নিজ উদ্যোগে তৈরি করেছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র নামের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে জগতের মায়া ত্যাগ করে অন্ততকালের পথে পাড়ি দিয়েছেন ক্ষণজন্মা এ চিকিৎসক। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তাঁর গড়া গণস্বাস্থ্য কেন্দ্রেই চিকিৎসা নিয়েছেন। এমনকি বাইরে থেকে কোনো চিকিৎসকও আনতে রাজি হননি।

ডা. জাফরুল্লাহ যখন আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, তখনও প্রস্তাব করা হলে বিনয়ের সঙ্গে না করেছেন। এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘ওনাকে নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। সব দিক থেকেই চেষ্টা করা হলেও ওনার পরিস্থিতি ভালো হচ্ছে না। করোনার সময় ওনার অবস্থা এখানকার চেয়েও বেশি খারাপ ছিল। কিন্তু ওনার একটাই ইচ্ছা, গণস্বাস্থ্যের বাইরে কোনো চিকিৎসা নেবেন না। এমনকি দেশের বাইরেও চিকিৎসার জন্য যাবেন না, এটিই ওনার শেষ কথা।’

২০২০ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হন ডা. জাফরুল্লাহ চৌধুরী। বয়স ও স্বাস্থ্য বিবেচনায় তাঁর অবস্থা ঝুঁকিপূর্ণ থাকলেও সেই সময়ও বিদেশে চিকিৎসা নেওয়ার প্রস্তাব একবাক্যে নাকচ করেন।

কিডনি প্রতিস্থাপনে বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে জাফরুল্লাহ চৌধুরী সাফ বলেন, ‘বাইরে করাব না। বিদেশে যাব না।’ তিনি বলেন, ‘আমাকে হার্ভার্ড বলেছিল, বিনা পয়সায় কিডনি প্রতিস্থাপন করে দেবে। আমি বলেছি, তুমি বাকিদের করবা? খালি আমার তো করবা। আমি বলেছি, আমি আমার দেশে চিকিৎসা করাতে চাই, চিকিৎসা উন্নত করতে চাই। সবাই যেন সুযোগটা পায়।’


আরও দেখুন: