লাইফ সাপোর্টেও উন্নতি নেই ডা. জাফরুল্লাহ'র

ডক্টর টিভি রিপোর্ট
2023-04-11 10:25:50
লাইফ সাপোর্টেও উন্নতি নেই ডা. জাফরুল্লাহ'র

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী

লাইফ সাপোর্ট দিয়েও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। আজ মঙ্গলবার (১১ এপ্রিল)  রাত ১২ টা ৫ মিনিটে সংশ্লিষ্ট চিকিৎসকের বরাত দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আধ্যাপক বি: জেনারেল ডা. মামুন মোস্তাফী (অবঃ) বলেছেন, সোমবার দুপুর থেকে মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিট পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত।

এরআগে, শারীরিক অবস্থার অবনতি হলে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সোমবার বেলা ১২ টায় লাইফ সাপোর্ট দেওয়া হয়। তারপর থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। তাঁর শারীরিক উন্নতির জন্য চিকিৎসা সেবা চলছে।

তাঁর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে গণস্বাস্থ্য পরিবার।

উল্লেখ্য, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার (৭) এপ্রিল ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর  হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার তেমন কোন উন্নতি না হওয়ায় রোববার (৯ এপ্রিল) দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়।  


আরও দেখুন: