পরিবার পরিকল্পনা অধিদপ্তরে যোগ দিলেন ৩৭০ চিকিৎসক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মেডিকেল অফিসার পদে যোগ দিয়েছেন ৩৭০ চিকিৎসক। নন ক্যাডার হিসেবে তারা গত ২৩ মার্চ চাকরিতে যোগ দেন। বুধবার (৫ এপ্রিল) তাদের যোগদানপত্র গৃহীতের আদেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (৫ এপ্রিল ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নন ক্যাডার মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি বা ৯ম গ্রেট সমমান) পদে নিয়োগ প্রাপ্ত হয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যোগদানকারী চিকিৎসক কর্মকর্তাগণের যোগদানপত্র তাদের যোগদানের তারিখ হতে গৃহীত হলো।