১৮ জেলায় তাপদাহ, আরও পোড়াবে সাত দিন
আগামী কয়েকদিনে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে
গত কয়েক দিন ধরে বেড়েছে গরম। শনিবার (৮ এপ্রিল) এ তাপদাহ দেশের ১৮ জেলায় ছড়িয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোদের তীব্রতা। দুপুর হতেই কাঠফাটা রোদে ওঠে নাভিশ্বাস।
তবে এ অবস্থা থেকে আপাত মুক্তি মিলছে না। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী এক সপ্তাহ গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই। বরং দেশের বিভিন্ন স্থানে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা তীব্র হতে পারে। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে।
অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়, আগামী এক সপ্তাহের দেশের বেশিরভাগ এলাকায় মেঘ-বৃষ্টির সম্ভাবনা কম। তবে কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম পড়ে এপ্রিলে। এখন যে তাপমাত্রা, এটা এ সময়ে স্বাভাবিক। এখন গরম পড়েছে বৃষ্টি কমে যাওয়ার জন্য। এ ধারা কয়েক দিন থাকবে।
শুক্রবার (৭ এপ্রিল) দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, কুমারখালী, পটুয়াখালী ও ভোলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তীব্র গরমে মানুষের কষ্ট বেড়েছে। বিশেষ করে নানা কাজে ঘরের বাইরে যাওয়া ব্যক্তিদের কষ্ট বেশি সহ্য করতে হচ্ছে। যেসব এলাকায় গাছপালা ও জলাশয় নেই, সেখানে গরমের তীব্রতা অন্য এলাকার তুলনায় বেশি।