সেবার মানে দেশসেরা রামেক হাসপাতাল

ডক্টর টিভি রিপোর্ট
2023-04-08 16:58:19
সেবার মানে দেশসেরা রামেক হাসপাতাল

রামেক হাসপাতাল মোট ৮০ স্কোরের মধ্যে পেয়েছে ৬৩.৭৫

সেবার মানে দেশসেরা প্রতিষ্ঠান হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। ১৭টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের করা র‌্যাংকিংয়ে সেরা হয়েছে উত্তরাঞ্চলের প্রতিষ্ঠানটি। ২ এপ্রিল এ সূচক প্রকাশ করা হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহম্মেদ বলেন, গত রবিবার স্বাস্থ্য অধিদপ্তর মূল্যায়নের এ সূচক প্রকাশ করে। এতে কিছু ভুল ছিল। আমরা আবারও তাদের সঙ্গে যোগযোগ করি। পরে তারা সেই হিসাব ঠিক করে রামেক হাসপাতালকে দেশসেরা ঘোষণা দিয়েছে। বর্তমানে ওয়েবসাইটে এটি প্রকাশ করা আছে।

তিনি বলেন, অনলাইনে প্রদত্ত তথ্য বিশ্লেষণ করে অধিদপ্তরের এমআইএস শাখা এ মূল্যায়ন করে থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বর করা মূল্যায়ন সূচকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মোট ৮০ স্কোরের মধ্যে পেয়েছে ৬৩.৭৫। দ্বিতীয় অবস্থানে থাকা সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের স্কোর ৬৩.৩৮, তৃতীয় চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাপ্ত স্কোর ৬৩।


আরও দেখুন: