তদন্তের নামে ‘নাটক’ হলে কঠোর আন্দোলন, খুলনা বিএমএ

ডক্টর টিভি রিপোর্ট
2023-04-08 15:17:32
তদন্তের নামে ‘নাটক’ হলে কঠোর আন্দোলন, খুলনা বিএমএ

গত ২৫ ফেব্রুয়ারি এএসআই নাঈম অপারেশন থিয়েটারে ঢুকে ডা. নিশাতকে মারধর করেন

অপারেশন থিয়েটারে ঢুকে অধ্যাপক ডা. নিশাত আবদুল্লাহকে পুলিশ সদস্যের মারধরের ঘটনায় খুলনা বিএমএ-কে পাশ কাটিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠনকে ‘নাটক’ আখ্যায়িত করেছে সংগঠনটি। একই সঙ্গে তদন্তের নামে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করা হলে আগামীতে কঠোর আন্দোলননের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিএমএ, খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম ও সাধারণ সম্পাদক ডা. মো. নিয়াজ মুস্তাফি চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা বিএমএ-কে পাশ কাটিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কার্যক্রম ভিন্নখাতে প্রবাহিত হলে আগামীতে চিকিৎসকদের কঠোর কর্মসূচি ছাড়া গত্যন্তর নেই।

৩ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয় থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে, খুলনা মহানগরীতে চিকিৎসক ও পুলিশ সদস্যের মধ্যকার অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে। কমিটি ৮ এপ্রিল শনিবার সকাল ১০টায় খুলনা সার্কিট হাউজে সাক্ষ্যগ্রহণ করবে। নির্ধারিত সময়ে তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষীসহ সবার উপস্থিত থাকতে বলা হয়। তবে তদন্ত কমিটির সদস্য সচিব ও স্থানীয় সরকার খুলনার উপপরিচালক (উপসচিব) মো. ইউসুফ আলী স্বাক্ষরিত চিঠিটি ৭ এপ্রিল ই-মেইলের মাধ্যমে পাওয়ার কথা জানিয়েছে খুলনা বিএমএ।

সংগঠনের অভিযোগ, তদন্তের প্রত্যক্ষণ থেকে খুলনা বিএমএ-কে বিচ্ছন্ন রাখা হচ্ছে। এ কমিটি গঠন এবং কার্যক্রম সম্পর্কে খুলনা বিএমএ ন্যূনতম অবগত নয়। এর মধ্যে ডা. নিশাত আবদুল্লাহ ফোন করে বিএমএ-কে জানিয়েছেন, একজন উপসচিব স্বাক্ষরিত চিঠিতে তাকে ৮ এপ্রিল সকাল ১০টায় সাক্ষীদের নিয়ে সার্কিট হাউজে হাজির হওয়ার।

বিষয়টি খুলনা বিএমএ-কে সংক্ষুব্ধ করেছে। কাদের নিয়ে কমিটি, কতজন সদস্য, কীভাবে তদন্ত হবে, কতদিন লাগবে, কবে প্রতিবেদন প্রকাশ করবে- এগুলো না জানানোয় সংক্ষুব্ধতা সৃষ্টি করেছে। পরে এসব বিষয় নিয়ে ৫ এপ্রিল খুলনা বিএমএ ভবনে কার্যকরী পরিষদের সভা হয়। সভায় তদন্তের নামে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করলে কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২৫ ফেব্রুয়ারি খুলনার শেখপাড়া এলাকার হক নার্সিং হোমের অপারেশন থিয়েটারে ঢুকে পুলিশের এএসআই নাঈম (সাতক্ষীরা সদরে কর্মরত) ও তার সঙ্গীরা ডা. শেখ নিশাত আবদুল্লাহকে মারধর করেন। এ ছাড়া অপারেশন থিয়েটারে ভাঙচুর চালায় তারা। এক মাস আগে অপারেশন করা রোগীর জটিলতার কথা বলে তারা এ হামলা চালায়।

এ ঘটনায় ডা. নিশাত সোনাডাঙ্গা থানায় মামলা করেন। পরে আসামিদের গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া শুরুর দাবিতে বিএমএ খুলনা কর্মবিরতি পালন করেন। প্রশাসনের আশ্বাসে তা কর্মসূচি স্থগিত করে।


আরও দেখুন: