উচ্চশিক্ষায় ছুটি পেলেন ২৯ চিকিৎসক

ডক্টর টিভি রিপোর্ট
2023-04-05 16:47:59
উচ্চশিক্ষায় ছুটি পেলেন ২৯ চিকিৎসক

২৯ চিকিৎসককে শিক্ষাছুটি দিয়েছে মন্ত্রণালয়

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ২৯ চিকিৎসককে উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষাছুটি (প্রেষণ) মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত্ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নিম্নবর্ণিত চিকিৎসকগণকে তাদের নামের পাশে বর্ণিত কোর্স ও মেয়াদে অধ্যয়নের জন্য নিম্নোক্ত শর্তে প্রেষণ মঞ্জুর করা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসগণ চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন। ছুটিকালীন তাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ করা হলো। এ সময়ের জন্য তারা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেতন-ভাতাদি গ্রহণ করবেন।তারা স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসে বিধি মোতাবেক মুভ-ইন ও মুভ-আউট হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

⇒মূল প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

 


আরও দেখুন: