প্রাইভেটকারে জমজ সন্তানের নরমাল ডেলিভারি
প্রাইভেট কারে টুইন বেবীর নরমাল ডেলিভারি প্রসব করালেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্স
প্রাইভেটকারে জমজ সন্তানের নরমাল ডেলিভারি প্রসব করালেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্স।
বুধবার (৫ এপ্রিল) দুপুর ২টায় এই ঘটনা ঘটেছে বলে নিজ ফেসবুক টাইমলাইনে জানিয়েছেন সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন।
তিনি জানান, সীাকুল্ডের লালানগরের আবুল বাশারের স্ত্রী রাশেদা বেগমের (বয়স ৩৫) প্রসব বেদনা উঠলে প্রথমে একটি প্রাইভেট ক্লিনিকে যান। সেখানকার চিকিৎসক দল জমজ বাচ্চা দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেন। পরে তারা প্রাইভেটকার নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় রোগীর প্রসব বেদনার তীব্রতা দেখে উপস্থিত ডাক্তার-নার্স সকলে মিলে প্রাইভেটকারের ভেতরেই ডেলিভারি সম্পন্ন করেন।
নরমাল ডেলিভারিতে তার দুটি কন্যা সন্তানের জন্ম হয়। ডেলিভারি পরবর্তী জমজ বাচ্চা এবং মা এখনো আপাতত সুস্থ আছেন এবং ভর্তি আছেন।
সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিনের তত্ত্বাবধানে
ডেলিভারিতে নেতৃত্ব দেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিবি কুলসুম সুমি। সঙ্গে ছিলেন সিনিয়র স্টাফ নার্স সুমিত্রা চক্রবর্তী, মায়া রানী দে, সুমনা আক্তার।
ডেলিভারি পরবর্তী সময়ে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বাচ্চার মা এবং বাবাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।