নবজাতক চুরির মামলায় দম্পতির কারাদণ্ড
রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন আসামিরা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে নবজাতক চুরির মামলায় স্বামী-স্ত্রীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজশাহীর মানবপাচার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক আয়েজ উদ্দিন এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার প্রধান আসামি মৌসুমি বেগমকে ১০ বছর এবং তার স্বামী সজীব আহম্মেদকে ৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের পিপি শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ২০২১ সালের ২০ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে সিজারের মাধ্যমে মেয়ে সন্তানের জন্ম দেন এক নারী। সন্তান জন্মের পরের দিন রাত ১০টার দিকে একই ওয়ার্ড থেকে নবজাতককে চুরি করেন মৌসুমি বেগম।
এ ঘটনায় সন্তানের বাবা মাসুম রবি বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা করেন। পরে শিশুটিকে রাজশাহী নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের পানির ট্যাঙ্কি এলাকা থেকে উদ্ধার এবং সজীব ও মৌসুমিকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর অভিযোগপত্র দেওয়া হয় বলে জানান তিনি।
আসামিপক্ষের আইনজীবী হাসানুল সোহাগ জানান, রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।