৬০ শতাংশ নারী ডাক্তার চাকরি পেয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ডক্টর টিভি রিপোর্ট
2023-04-02 01:00:04
৬০ শতাংশ নারী ডাক্তার চাকরি পেয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

প্রায় ৬০ শতাংশ নারী ডাক্তার চাকরি পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। 

স্বাস্থ্যখাতে নারী উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আগে আমাদের মা-বোনেরা পিছিয়ে ছিল, কিন্তু বতর্মানে তারা এগিয়ে যাচ্ছে। আপনাদের জ্ঞানার্থে বলি, স্বাস্থ্যসেবায় এমবিবিএসে যারা ভর্তি হয়েছে, তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ হলো নারী। ডাক্তার নিয়োগেও প্রায় ৬০ শতাংশ নারী ডাক্তার চাকরি পেয়েছে।’

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে শনিবার (১ এপ্রিল) শিক্ষকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষার ব্যবস্থাও অনেক উন্নতি হয়ে গেছে। পাকিস্তানের সময় দেশে মাত্র ৮-১০ ইউনিভার্সিটি ছিল, কিন্তু বর্তমানে দেশে দেড়শটা ইউনিভার্সিটি আছে। আগে মেডিকেল কলেজ ছিল মাত্র আটটি, বর্তমানে মেডিকেল আছে ১১০টি এবং বতর্মানে দেশে প্রায় ৭০ হাজার বিদ্যালয় আছে।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশকে ভালোবাসলে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেওয়ার পাশাপাশি শিক্ষকদের দেশ সম্পর্কে ভাবতে হবে। এ ছাড়া খেয়াল রাখতে হবে, কোনও শিক্ষার্থী যাতে খারাপ পথে না যায় এবং সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত না হয়।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশকে ভালোবাসলে আপনাদের (শিক্ষক) দেশের সম্পর্কেও ভাবতে হবে। যাতে দেশ অগ্রগতি লাভ করতে পারে, শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কারণ বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে, রাস্তাঘাট হয়ে গেছে এবং চিকিৎসা ব্যবস্থা দৌড়গড়ায় পৌঁছে গেছে।’

শিক্ষকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ছেলে-মেয়েদের বইয়ের শিক্ষার পাশপাশি ভালো মানুষ হওয়ায় শিক্ষা দিতে হবে। যাতে তারা সুন্দর চরিত্র গঠন করতে পারে। আজকাল পত্র-পত্রিকায় দেখি, ছোট ছোট পোলাপান কিশোর গ্যাং হয়ে গেছে। প্রত্যেক শিক্ষককে এসব বিষয়ে খেয়াল রাখতে হবে।’

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইস্রাফিল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফসার উদ্দিনের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভার মেয়র রমজান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও দেখুন: