বিএসএমএমইউর বৈকালিক চেম্বারে বেশি রোগী দেখার তাগিদ
বহির্বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসারদের বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের বিষয়েও সতর্ক করে দেন উপাচার্য
বৈকালিক স্বাস্থ্যসেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসকদের বেশি সংখ্যক রোগী দেখার তাগিদ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
শনিবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বিভাগীয় প্রধান ও ডিনদের সঙ্গে শিক্ষা, চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয় নিয়ে এক মতবিনিময়ে এ নির্দেশ দেন তিনি।
চিকিৎসকদের উদ্দেশে উপাচার্য বলেন, বৈকালিক সেবায় বহির্বিভাগে স্পেশালাইজড আউটডোরে যত বেশি সম্ভব রোগী দেখবেন, যাতে বহির্বিভাগে আসা রোগীদের কাউকে ফেরত যেতে না হয়।
এ সময় তিনি এফ ব্লকের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে ভিড় এড়াতে এমআরআই, সিটি স্ক্যানের জন্য সুপার স্পেশালাইজড হাসপাতালের বহির্বিভাগে যাওয়ার জন্য রোগীদের পরামর্শ দেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসারদের বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের বিষয়েও সতর্ক করে দেন উপাচার্য।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।