বিএসএমএমইউয়ে মাথাঘোরার চিকিৎসায় অডিও ভেস্টিবুলার সেন্টার চালু

অনলাইন ডেস্ক
2023-03-28 16:14:37
বিএসএমএমইউয়ে মাথাঘোরার চিকিৎসায় অডিও ভেস্টিবুলার সেন্টার চালু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মাথাঘোরা, শারীরিক ভারসাম্যহীনতায় ভোগা ভার্টিগো সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় উন্নতমানের প্রযুক্তিসমৃদ্ধ “অডিও ভেস্টিবুলার সেন্টার” চালু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মাথাঘোরা, শারীরিক ভারসাম্যহীনতায় ভোগা ভার্টিগো সমস্যায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে উন্নতমানের প্রযুক্তিসমৃদ্ধ “অডিও ভেস্টিবুলার সেন্টার” চালু করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ মার্চ) অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারী বিভাগের অটোলজি ডিভিশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সপ্তম তলায় স্থাপিত সেন্টারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। 

এ উপলক্ষ্যে সি ব্লকের ৬ষ্ঠ তলায় মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারী বিভাগের অটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. এএইচএম জহুরুল হক সাচ্চু। বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আজহারুল ইসলাম, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী ও অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার।

প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডা. আবির্ভাব নাহা। সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. মোঃ হারুন অর রশিদ তালুকদার।

উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ভার্টিগো সমস্যায় ভুগছেন। আমাদেরকে খেয়াল রাখতে হবে শ্রবণশক্তি হ্রাস পেতে পেতে যাতে একেবারে নষ্ট না হয়ে যায়। এ ধরনের সমস্যায় আক্রান্ত রোগীদের চিহ্নিত করতে স্ক্রিনিং কার্যক্রম ব্যাপকভাবে জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। 


আরও দেখুন: