মুক্তিযুদ্ধের সময় এদেশের চিকিৎসকদেরও হত্যা করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
2023-03-26 18:25:58
মুক্তিযুদ্ধের সময় এদেশের চিকিৎসকদেরও হত্যা করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ রোববার (২৬ মার্চ) সকালে রাজধানীর মহাখালীর জাতীয় জনসংখ্যা ও পুষ্টি ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ অন্য অতিথিরা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হানাদারবাহিনী ও তার দোসররা জেনেভা কনভেনশন লঙ্ঘন করে এদেশের চিকিৎসকদেরও নির্বিচারে হত্যা করেছে। তখনকার বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞের হৃদপিণ্ড উপড়ে নেয় ঘাতকরা। চোখ তুলে নেওয়া হয় প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞের। 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ রোববার (২৬ মার্চ) সকালে রাজধানীর মহাখালীর জাতীয় জনসংখ্যা ও পুষ্টি ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানু ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।


আরও দেখুন: