সাকিবের ফাউন্ডেশনে ওষুধ সহায়তার আশ্বাস পাপনের

অনলাইন ডেস্ক
2023-03-25 13:31:17
সাকিবের ফাউন্ডেশনে ওষুধ সহায়তার আশ্বাস পাপনের

যেটার সঙ্গে সাকিবের নাম আছে, সচেতনতার জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না

সাকিব ক্যান্সার ফাউন্ডেশনকে ওষুধ দিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হোসেন পাপন।

শুক্রবার (২৪ মার্চ) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সাকিব ক্যান্সার ফাউন্ডেশনের যাত্রার দিনে এ আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পাপন বলেন, ‘আমি শুধু এটুকু বলব সাকিবের এ উদ্যোগ একটা মহতী উদ্যোগ। অবশ্যই আমাদের সাহায্য থাকবে যেকোনো সময়, যেখানে যা লাগে।’

তিনি বলেন, ‘একটা সুবিধা আছে, আমি আবার ওষুধ শিল্প সমিতির সভাপতি। অবশ্যই ফার্মাসিউটিক্যালস কোম্পানি যারা ওষুধ বানাচ্ছি বাংলাদেশে, তারা এ প্রতিষ্ঠানকে যখন যা দরকার সাহায্য করবে। এ ব্যাপারে আমি কথা দিচ্ছি। আমার তরফ থেকে শুধু সাকিব না, এটার সঙ্গে যারা যারা জড়িত আছে, সবাইকে বলে রাখছি- পূর্ণ সমর্থন সব সময় পাবে।’

বিসিবি সভাপতি বলেন, ‘ক্যান্সার হলেই যে মারা যাবে, জীবন শেষ- এমন জিনিস এখন কিন্তু আগের মতো নেই। আমরা যদি সঠিক চিকিৎসা করতে পারি, অনেকে বেঁচে আছি। অন্তত বেশিদিন বাঁচতে পারব।’

তিনি আরও বলেন, ‘যত তাড়াতাড়ি ক্যান্সার ধরা পড়বে, তত তাড়াতাড়ি সেই মানুষটাকে আমরা সুস্থ করতে পারব। প্রথম কথা হচ্ছে সচেতনতা, আর যেটার সঙ্গে সাকিবের নাম আছে। সচেতনতা তৈরির জন্য এর চেয়ে ভালো কিছু তো আর হতে পারে না। বাংলাদেশে সাকিবের নাম শুনলেই... সচেতনতা কর্মসূচি সফলের জন্য অবশ্যই এটা একটা ইতিবাচক দিক।’


আরও দেখুন: