রামেকে এক্স-রে সিরিয়ালে অনিয়ম, প্রতিবাদ করায় মারধর

অনলাইন ডেস্ক
2023-03-23 19:07:54
রামেকে এক্স-রে সিরিয়ালে অনিয়ম, প্রতিবাদ করায় মারধর

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে টাকার বিনিময়ে সিরিয়াল না মেনে এক্স-রে করার প্রতিবাদ করায় রোগীর স্বজনকে পেটানোর অভিযোগ উঠেছে এক্স-রে বিভাগের কর্মচারীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের এক্স-রে বিভাগের সামনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইমরুল কায়েস প্রান্তের দাবি, টাকার বিনিময়ে সিরিয়াল না মেনে অন্যের এক্স-রে করছিলেন এক্স-রে বিভাগের কর্মচারীরা। এ নিয়ে প্রতিবাদ করলে প্রান্তর মায়ের এক্স-রে না করে উল্টো তাকে পেটানো অভিযোগ হয়।

আহত ইমরুল কায়েস প্রান্ত (৩২) নগরীর কাটাখালি থানার হরিয়ান এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে।

ইমরুল কায়েস প্রান্ত জানান, এক্স-রে করানোর জন্য মাকে সাথে নিয়ে এক্স-রে বিভাগে গিয়ে অনেকের সঙ্গে আমিও টোকেন জমা দিই। তখন বিভাগের স্টাফ আজাহার টাকার বিনিময়ে সিরিয়াল ভেঙে অন্য রোগীদের এক্স-রে কক্ষে প্রবেশ করাচ্ছেন দেখতে পাই। এর প্রতিবাদ করায় আমার কাগজ সবার নিচে দিয়ে দেওয়ার হুমকি দেন তিনি। এক পর্যায়ে বাগবিতণ্ডা হলে মো. আজাহার ও সেখানে কর্তব্যরত আনসার সদস্য মো. হাফিজুর রহমান আমাকে মারধর করেন। এতে আমার বুকে আঘাত লেগেছে।

এ বিষয়ে মো. আজাহার ও আনসার সদস্য মো. হাফিজুর রহমানের কোন বক্তব্য পাওয়া যায়নি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম  জানান, বিষয়টি আমি শুনিনি, তবে খোঁজ নিচ্ছি।


আরও দেখুন: