দগ্ধ অবস্থায় সন্তান জন্ম দেওয়া মায়ের মৃত্যু

অনলাইন ডেস্ক
2023-03-23 13:10:18
দগ্ধ অবস্থায় সন্তান জন্ম দেওয়া মায়ের মৃত্যু

কুলসুমের শরীরের ২৮ শতাংশ ও শ্বাসনালি দগ্ধ হয়েছিল। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন

নারায়ণগঞ্জের ফতুল্লার ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় সন্তান জন্ম দেওয়া উম্মে কুলসুম (২৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এসএম আইউব হোসেন তার মৃত্যুর তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘কুলসুমের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালিও দগ্ধ হয়েছিল। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।’

গত ১৩ মার্চ সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পাঁচতলায় অস্ত্রোপচার কক্ষে সিজারের মাধ্যমে ছেলে সন্তান হয় কুলসুমের। নবজাতক ঢামেক হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন।

গত ১২ মার্চ সন্ধ্যার দিকে ফতুল্লার মাজদাইল এলাকায় ভবনে বিস্ফোরণে দগ্ধ হন উম্মে কুলসুম আক্তার। এরপর তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়।

কুলসুমের স্বামী আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ফতুল্লার মাসদাইল এলাকায় ১০তলা ভবনের ছয়তলায় আমাদের বাসায় বিস্ফোরণ হয়। ঘটনার সময় আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আমার স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।


আরও দেখুন: