নার্সদেরকে তিনটি কাজ করতে বললেন বিএসএমএমইউ উপাচার্য

অনলাইন ডেস্ক
2023-03-20 17:03:30
নার্সদেরকে তিনটি কাজ করতে বললেন বিএসএমএমইউ উপাচার্য

বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে বিএসসি নার্সিং এর ১২তম ব্যাচের ক্যাপিং সেরিমনি অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ

নার্সদেরকে তিনটি কাজ অবশ্যই করতে বললেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। কাজ তিনটি হলো- প্রতিদিন সকালবেলা হাসিমুখে রোগীদের খোঁজখবর নেওয়া, রোগীর শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণসহ কিছু প্রয়োজনীয় বিষয় দেখা এবং রোগীদেরকে একটু বসিয়ে নিজ হাতে ওষুধ খাইয়ে দেওয়া। 

আজ সোমবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বিএসসি নার্সিং এর ১২তম ব্যাচের ক্যাপিং সেরিমনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় রোগীকে নিজ পরিবারের সদস্য ভেবে ইমপ্যাথি দিয়ে সেবা দেয়ার পরামর্শ দেন উপাচার্য। 

তিনি বলেন, নার্সিং পেশা অত্যন্ত সম্মানজনক পেশা। এই পেশাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করেছেন। শুধু তাই নয়, বর্তমান সরকারের আমলে ৩০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। শীঘ্রই আরো ৩ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে। বিদেশেও নার্সদের চাহিদা রয়েছে, সেই চাহিদা পূরণ করা গেলে দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক নার্সিং পেশার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা উল্লেখ করে বলেন, নার্সিং পেশায় পিএইচডি ডিগ্রী চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখসহ নার্সিং বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও দেখুন: