রামেকে সিএমএস’র এন্টিবায়োটিক ওয়ার্কশপ অনুষ্ঠিত
রাজশাহী মেডিকেল কলেজের লেকচার গ্যালারি ওয়ানে CMS এর এন্টিবায়োটিক ওয়ার্কশপ অনুষ্ঠিত
সঠিক এন্টিবায়োটিক ম্যানেজমেন্ট বুঝবো, শিখবো, মানবো- শ্লোগানকে সামনে রেখে দেশের ৩৬ তম মেডিকেল কলেজ হিসেবে রাজশাহী মেডিকেল কলেজের লেকচার গ্যালারি ওয়ানে CMS এর এন্টিবায়োটিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মাইক্রোবায়োলজি ও ফার্মাকোলজি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় টেকনিক্যাল পার্টনার ছিল ড্রিমার্স কনসালটেশান এন্ড রিসার্চ। দিনব্যাপী ওয়ার্কশপে রাজশাহী মেডিকেল কলেজের ১২০ জন চিকিৎসক অংশ নেন। এতে উপস্থিত ছিলেন- সহযোগী অধ্যাপক মুর্শিদ স্যার, সহকারী অধ্যাপক মম ম্যাডাম, সহকারী অধ্যাপক মৌসুমি ম্যাডাম. সহকারী অধ্যাপক ফারহানা ম্যাডাম সহ বিভিন্ন বিভাগের ১০ জন সম্মানীত শিক্ষক।
কর্মশালার ১২০ জন পার্টিসিপ্যান্টকে ১০টা টিমে ভাগ করা হয়।
বেস্ট পারফর্মার প্রথম তিনটি টিম, প্রতি টিমের বেস্ট পারফর্মার এবং ওভারঅল পুরা ওয়ার্কশপের বেস্ট মেইল এন্ড ফিমেইল ডক্টরকে পুরষ্কৃত করা হয়।
প্রোগ্রামের ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন CMS Rajshahi Zone এর তিন গর্বিত চিকিৎসক ডা. সাকিব, ডা. সিজারিনা, ডা. সাজিদ। চীফ অফ ম্যানেজমেন্ট স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী জোনের আরেক গর্বিত চিকিৎসক ডা: তাজরেমিন রিক্তা।
আজ সোমবার সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজের লেকচার গ্য্যালারিতে ইন্টার্ন ও মেডিকেল অফিসারদের জন্য আরেকটি সিএমএস ইভেন্ট - ফ্লুইড ম্যানেজমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে।