নিজের লেখা বই রাষ্ট্রপতিকে দিলেন বিএসএমএমইউ উপাচার্য
নিজের লেখা বই রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর হাতে তুলে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ
নিজের লেখা বই রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর হাতে তুলে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
‘সাম্প্রতিক কলাম’ বইটিতে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর দর্শন, বর্তমান সরকারের অর্জনসমূহ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ পদপেক্ষসমূহ, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, অধিকার, বিভিন্ন জাতীয় দিবসসহ দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়।
গত ১৩ই মার্চ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন শেষে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর হাতে বইটি তুলে দেন তিনি।
বইটি তুলে দেয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য ও বিএসএমএমইউ’র সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বিএমএ’র সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।