চান মিঞার মেডিকেল পড়ার দায়িত্ব নিলেন রাসিক মেয়র

অনলাইন ডেস্ক
2023-03-18 14:43:21
চান মিঞার মেডিকেল পড়ার দায়িত্ব নিলেন রাসিক মেয়র

পরিবারের সঙ্গে চান মিঞা, ইনসেটে মেয়র লিটন

বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজে সুযোগ পাওয়া চান মিঞার পড়াশোনার খরচসহ সার্বিক দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী মহানগরীর ধরমপুর এলাকার বাসিন্দা রিকশাচালক জাহিদুল ইসলামের ছেলে চান মিঞা। এবার বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে অনিশ্চয়তার মুখে পড়ে।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তা নজরে পড়ে রাসিক মেয়রের। তিনি চান মিঞার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং বাড়িতে গিয়ে সমস্ত দায়িত্ব নেন।

চান মিঞার বাবা জাহিদুল ইসলাম বলেন, ‘মেডিক্যাল কলেজে ভর্তির জন্য লাগবে ২৫ হাজার টাকা। ভর্তির পর বইসহ আনুষঙ্গিক আরও ১ লাখ টাকা প্রয়োজন। রিকশা চালিয়ে আমার পক্ষে এত টাকা জোগাড় করা কখনোই সম্ভব না। ছেলে ভর্তির সুযোগ পাওয়ার পর দুশ্চিন্তায় পড়ি। এমন সময় পাশে এসে দাঁড়িয়েছেন মেয়র। আমরা তার প্রতি কৃতজ্ঞ।’

চান মিঞা বলেন, ‘মেয়র আমার ভর্তিসহ পড়ালেখার খরচের দায়িত্ব নেওয়ায় তার প্রতি আমরা আজীবন কৃতজ্ঞ থাকব।’

চান মিঞা ২০১৯ সালে ডাঁশমারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ এবং ২০২১ সালে শহিদ বুদ্ধিজীবী কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।


আরও দেখুন: