নামের আগে ডাক্তার লিখে প্রতারণা, জরিমানাসহ ফার্মেসি সিলগালা

অনলাইন ডেস্ক
2023-03-16 16:52:05
নামের আগে ডাক্তার লিখে প্রতারণা, জরিমানাসহ ফার্মেসি সিলগালা

চিকিৎসার নামে এলাকার সহজ-সরল সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করায় মাহবুবুরকে জরিমানাসহ ফার্মেসি সিলগালা করা হয়

যোগ্যতা ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ লিখে প্রতারণা করায় বগুড়ায় মাহবুবুর রহমান নামের এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সেইসাথে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের গোদাড়পাড়া বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ স্যাম্পল ওষুধ জব্দ করা হয়।

ইফতেখারুল আলম রিজভী বলেন, দীর্ঘদিন ধরে মাহবুবুর রহমান গোদারপাড়া বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করে আসছেন। তিনি চিকিৎসক নন, যোগ্যতাও নেই। অথচ রীতিমতো নামের আগে ‘ডাক্তার’ লিখে ওষুধের ব্যবসার আড়ালে দুটি বেড বসিয়ে রোগীদের  চিকিৎসা দিতেন।

চিকিৎসার নামে এলাকার সহজ-সরল সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করায় মাহবুবুরকে জরিমানাসহ ফার্মেসি সিলগালা করা হয় বলে জানান জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। 


আরও দেখুন: