প্রথমবার সিজার হলেও পরবর্তীতে নরমাল ডেলিভারি সম্ভব

অনলাইন ডেস্ক
2023-03-14 09:08:43
প্রথমবার সিজার হলেও পরবর্তীতে নরমাল ডেলিভারি সম্ভব

ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে 'সিজারিয়ান পরবর্তী নরমাল ডেলিভারি ' শীর্ষক সেমিনার

প্রথমবার সিজার হলেও কিছু শর্ত মেনে পরবর্তীতে নরমাল ডেলিভারি করানো সম্ভব। সোমবার (১৩ মার্চ) নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে 'সিজারিয়ান পরবর্তী নরমাল ডেলিভারি ' শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ কথা বলেন। সেমিনারে জানানো হয়, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২০২২ সালে ৪০টির ও অধিক নরমাল ডেলিভারি করানো হয়েছে, যেখানে মায়েদের আগের ১ বার সিজার হয়েছিল। কিছু শর্ত মেনে এই ডেলিভারি করানো যেতে পারে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মতপ্রকাশ করেন। 

শর্তগুলো হলো : 

১. যাদের পূর্বে একটি সিজার হয়েছে, তারাই কেবলমাত্র পরবর্তীতে ভেজাইনাল ডেলিভারি ট্রায়াল দিতে পারবে।

২. পূর্বের সিজার এমন কিছু কারণে হয়েছিল যা পুনরাবৃত্তি হবার সম্ভাবনা কম যেমন, বাচ্চার এ্যাবনরমাল পজিশনের কারণে সিজার হলে কিংবা বাচ্চা বা মায়ের কোন সমস্যার কারণে সিজার হলে যা বর্তমান প্রেগনেনসিতে অনুপস্থিত।

৩. দুই গর্ভের মধ্যে অন্তত দুই বছরের গ্যাপ রয়েছে।

৪. বর্তমান প্রেগনেন্সিতে মায়ের অন্যান্য জটিলতা যেমন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকলে তাকে নরমাল ভেজাইনাল ডেলিভারি ট্রায়ালের জন্য উপযুক্ত ধরা হয় না।

৫. বাচ্চার ওজন চার কেজির কম থাকা এবং প্রসবের রাস্তা যথেষ্ট প্রশস্ত থাকাও ভেজাইনাল ডেলিভারির একটি পূর্ব শর্ত।

৬. গর্ভবতী মা অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকতে হবে।

334100852_391665016717806_6061401066826318490_n

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ও অবস্টেট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: নাহিদ ইলোরা।  আরো উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ও অবস্টেট্রিক্স বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা: হাবিবা আক্তার, এসোসিয়েট প্রফেসর ডা: জাকিয়া সুলতানা, এসোসিয়েট প্রফেসর ডা: নাসরিন চৌধুরী, এসিস্ট্যান্ট প্রফেসর ডা: জাফরীন ইয়াসমিন চৌধুরী, এসিস্ট্যান্ট প্রফেসর ডা: বিলকিস ইলোরাসহ অনেকে। 

সেমিনারে জানানো হয়, প্রসূতি মায়েদের সঠিক চিকিৎসা প্রদানে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হসপিটাল তার প্রয়াস অব্যাহত রাখবে। 


আরও দেখুন: