৩৫ বছর হলেই চোখ পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের

অনলাইন ডেস্ক
2023-03-12 11:48:42
৩৫ বছর হলেই চোখ পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের

বিশ্ব গ্লুকোমা সপ্তাহ ২০২৩ উপলক্ষে মুস্তাফিজ গ্লুকোমা রিসার্চ এন্ড আই হাসপাতালের উদ্যোগে গ্লুকোমা জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা

গ্লুকোমার ভয়াবহতা সম্পর্কে জানেন না বেশিরভাগ মানুষ। বিশেষজ্ঞদের মতে, গ্লুকোমা চোখের অত্যন্ত জটিল রোগ। এরফলে চোখের স্নায়ু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় এবং দৃষ্টিশক্তি কমে যায়। এমনকি এক সময় রোগী অন্ধত্ব বরণ করতে বাধ্য হয়। তবে সময়মতো ধৈর্য ধরে চিকিৎসা করলে গ্লুকোমাজনিত অন্ধত্বের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এজন্য ৩৫ বছর হলেই চোখ পরীক্ষা পরামর্শ বিশেষজ্ঞদের। 

তারা আরও বলেন, যারা মাইনাস পাওয়ারের চশমা পড়েন বা চোখে আঘাত পেয়েছেন অথবা দীর্ঘদিন কেউ স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করছেন তাদের গ্লুকোমায় আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে থাকেন। 

বিশ্ব গ্লুকোমা সপ্তাহ ২০২৩ উপলক্ষে মুস্তাফিজ গ্লুকোমা রিসার্চ এন্ড আই হাসপাতালের উদ্যোগে গ্লুকোমা জনসচেতনতা বিষয়ক আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা  উপরোক্ত কথা বলেন।  

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির অধ্যাপক ডা. মো হাসান শহীদ সোহরাওয়ার্দী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. ইফতেখার মোহাম্মদ মনির, অধ্যাপক ডা জাকিয়া সুলতানা শহীদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আই কেয়ার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা এম. নজরুল ইসলাম।

উল্লেখ্য, বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে গ্লুকোমা স্ক্রিনিং করাচ্ছে মুস্তাফিজ গ্লুকোমা রিসার্চ এন্ড আই হাসপাতাল।


আরও দেখুন: