খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি স্থগিতের শেষদিন আজ
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), খুলনা অফিস
খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি স্থগিতের ৭ দিনের আল্টিমেটাম শেষ হচ্ছে আজ। গত ৪ মার্চ (শনিবার) খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের সঙ্গে বৈঠকের পর চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি এক সপ্তাহের জন্য স্থগিত করে বিএমএ। সে সময় এক সপ্তাহের মধ্যে ‘চিকিৎসকের ওপর হামলাকারী’ পুলিশের এএসআই নাঈমকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলেন নগর মেয়র।
এদিকে, আসামি গ্রেফতারের আশ্বাসে চিকিৎসকদের কর্মবিরতি স্থগিতের ৭ দিনের আল্টিমেটাম শেষ হওয়া প্রসঙ্গে খোলাখুলি কথা বলেছেন খুলনা বিএমএ’র সভাপতি ডা. বাহারুল আলম। নিজ ফেসবুক টাইম লাইনে তিনি লিখেছেন,
আজ ১১মার্চ/ ২০২৩ সকাল ১০টায় বিএমএ ভবনে খুলনা নগর মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সাথে বিএমএ, বিপিএমপিএ ও ক্লিনিক মালিক সমিতির যৌথ কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হবে।
ডা. নিশাত আব্দুল্লাহকে লাঞ্ছিত করার আত্মস্বীকৃত অপরাধীকে গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করতে তারই অনুরোধে যে শর্তে খুলনা বিএমএ-র চলমান কর্মবিরতির কর্মসূচি ৭দিন স্থগিত করা হয়েছিল, আজ তার শেষদিন। সে বিষয়ে অগ্রগতি জানাবে নগর মেয়র।
এছাড়াও আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে। এই সভায় চিকিৎসকদের মতামতের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি নির্ধারিত হবে। উক্ত গুরুত্বপূর্ণ বিশেষ সাধারণ সভায় খুলনা বিএমএ-র সকল চিকিৎসককে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা খুলনা বিএমএ-র আন্দোলনকে সমর্থন জানিয়েছে , মনোবল যুগিয়েছে – তাদের সকলকে পরবর্তী কর্মসূচির বিষয়ে সন্ধ্যা সাড়ে ৭টার পূর্বে ফেসবুকে মতামত জানাতে অনুরোধ জানান খুলনা বিএমএ’র সভাপতি ডা. বাহারুল আলম।