দেশে প্রথম শিশু-চর্মরোগ বিষয়ক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ একাডেমী অব ডার্মাটোলজি (বিএডি) দেশে প্রথম শিশু-চর্মরোগে উপর একটি বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করে
বাংলাদেশর ভৌগলিক ও আর্থ-সামাজিক অবস্থা, ঘন বসতি এবং জলবায়ুর পরিবর্তনের প্রভাবে দেশের হাসপাতালগুলোর বহিঃবিভাগের চর্ম-রোগীর সংখ্যা শীর্ষে। চর্মরোগের রোগীদের মাঝে এক তৃতীয়াংশ শিশু, যাদের বয়স শূন্য থেকে ১৮। শিশু এবং কিশোরদের মাঝে অনেক সাধারণ চর্মরোগ যেমন বিশেষ বৈশিষ্ট্য নিয়ে দেখা দেয়; আবার শিশুদের বয়স ও শারীইরক ও মানসিক বিকাশের কথা বিবেচনায় এই সমস্ত রোগগুলোর চিকিৎসা যথেষ্ট কষ্টকর। তাছাড়াও এমন বহুসংখ্যক জন্মগত ও পরবর্তী চর্মরোগ রয়েছে যা সাধারণত শিশুদেরই ভোগায়। তাই পেডিয়াট্রিক ডার্মাটোলোজি চর্মরোগের একটি স্বীকৃত শাখা, কিন্তু বাংলাদেশে বিশাল জনগোষ্টি শিশু-চর্ম রোগে ভুগলেও দেশের কোনো মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল বা প্রতিষ্ঠানে স্বতন্ত্র শিশু-চর্ম রোগ বিভাগ এখনও প্রতিষ্ঠা সম্ভব হয়নি। তাই বাংলাদেশ একাডেমী অব ডার্মাটোলজি (বিএডি) দেশে প্রথম শিশু-চর্মরোগে উপর একটি বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করেছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ।
সভাপতিত্ব করেন বাংলাদেশ একাডেমী অব ডার্মাটোলজি (বিএডি)’এর প্রেসিডেন্ট ও বিএসএমএমইউ’র সাবেক প্রো-ভিসি অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল্লাহ সিকদার।
বিএসএমএমইউ’র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা কনভেনশান সেন্টারে ৮ই মার্চ (বুধবার) দিনব্যাপী এই সম্মেলনে সিঙ্গাপুরের ডাঃ মার্ক কোহ অ্যান ও প্রফেসর ডঃ লিনেত উই উই, ভারতের অধ্যাপক ডাঃ মুরলিধর রাজাগোপালান, ডাঃ রেশম ভাসানি ও ডাঃ সামিপা মুখার্জী এবং বাংলাদেশের স্বনাম-ধন্য চিকিৎসক-গবেষকগণ উপস্থিত থেকে গবেষণা-পত্র উপাস্থপন ও আলোচনা করেন।
আলোচিত উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে এটপিক একজিমা, লাইকেন প্লেনাস, চাইল্ডহুড এসএলই, চাইল্ডহুড ডার্মাটোমাইয়োসাইটিস, ইপিডার্মলাইসিস বুলোসা, জন্মগত চর্ম রোগ, সংক্রামক চর্মরোগ শিশুদের চুল-নখের বিবিধ রোগ অন্যতম।
সম্মেলনের শেষভাগে বাংলাদেশে পেডিয়াট্রিক ডার্মাটোলজি বিষয়ের উন্নয়নে নবীন ডার্মাটোলজিস্টদের ক্যারিয়ার গঠনে ভবিষ্যৎ পরিকল্পনার উপর আলোচনা করেন বাংলাদেশ একাডেমী অব ডার্মাটোলজি (বিএডি)’এর জেনারেল সেক্রেটারি ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া।
তিনি বলেন, বাংলাদেশ একাডেমী অব ডার্মাটোলজি (বিএডি) ২০১৮ সাল থেকে দেশে চর্ম রোগের শিক্ষা, চিকিৎসা-গবেষণা ও প্রকাশনা নিয়ে কাজ করে যাচ্ছে। একাডেমি দেশে শিশু চর্মরোগের চিকিৎসার প্রয়োজনে এই দেশে পেডিয়াট্রিক ডার্মাটোলজি শাখার উন্নয়নে চিকিৎসকের সাথে কাজ করে যাবে।