একদিনে রেকর্ড সংখ্যক রোগীকে সেবা দিলো বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে রোগীদের ভিড়
কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ থেকে একদিনে রেকর্ড ৮১৫ জন রোগীকে সেবা দেয়া হয়েছে। বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৯৬৬ সালে চালু হওয়ার পর থেকে এই পর্যন্ত আজ রোববার (৫ মার্চ) সর্বোচ্চ সংখ্যক রোগী বহির্বিভাগ থেকে সেবা গ্রহণ করলেন। ডক্টর টিভি অনলাইনকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল।
তিনি জানান, গত ফেব্রুয়ারি মাস থেকেই বহির্বিভাগে রোগীর চাপ উর্ধ্বমূখী ছিল। বহির্বিভাগে গড়ে প্রতিদিন প্রায় ৭০০ জন রোগী সেবা গ্রহণ করে।
তিনি আরও জানান, ২০২১ এর ৬ অক্টোবর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণকালে বহির্বিভাগে গড়ে প্রতিদিন ৩০০ জন রোগী সেবা নিতো। আজ ৫ মার্চ ২০২৩ এ বহির্বিভাগে সেবা গ্রহণকারী রোগীর সংখ্যা ৮১৫ জন। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ থেকে প্রতিদিন ১ হাজার রোগীকে সেবা দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তাঁর মতে, সরকারি হাসপাতালের প্রতি জনগণের আস্থা ফিরে আসার কারণেই প্রায় প্রতিদিন বাড়ছে সেবাগ্রহীতার সংখ্যা। সেবা গ্রহণকারীদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।
ডা. কামরুল হাসান সোহেল বলেন, টিম বরুড়ার সদস্যদের সহযোগিতা, অপরিসীম ত্যাগ ও অক্লান্ত পরিশ্রমের ফলে দিন দিন হাসপাতালটিতে রোগীর সংখ্যা বাড়ছে। ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তঃবিভাগেও নিয়মিত রোগী ভর্তি থাকছে ৫০/৫৫ জন।
বহির্বিভাগ, জরুরি বিভাগ এবং অন্তঃবিভাগে রোগী বৃদ্ধি পাওয়ার পেছনে সরকারি হাসপাতাল এবং চিকিৎসকদের চিকিৎসা ও সর্বোপরি হাসপাতাল ব্যবস্থাপনার প্রতি সাধারণ জনগণের আস্থা বাড়ার প্রতিফলন বলে বিশ্বাস করেন বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল।
নিয়মিত সিজারিয়ান অপারেশন, নরমাল ডেলিভারি, সার্জারি অপারেশন, এক্সরে, আলট্রাসনোগ্রাম, প্যাথলজি, কমিউনিটি ভিশন সেন্টার, ভায়া এন্ড সিবিই সেন্টার, জিন এক্সপার্ট মেশিন, এএনসি, পিএনসি, এনসিডিসি সেবা সহ প্রায় সব ধরনের রোগের জন্য সরকারি হাসপাতালের ফার্মেসি থেকে বিনামূল্যে ঔষধ প্রাপ্তিকে জনগণের আস্থা ফেরার কারণ হিসেবে তিনি মনে করেন।