করোনায় মৃত্যুবরণকারী ৭ সিএইচসিপির ওয়ারিশকে আর্থিক প্রণোদনা বিতরণ
কোভিড-১৯ এ মৃত্যুবরণকারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইসিপি) আর্থিক প্রণোদনা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী
কোভিড-১৯ এ মৃত্যুবরণকারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) প্রত্যেককে আর্থিক প্রণোদনার ২ লাখ টাকা দেয়া হয়েছে। আজ রোববার (৫ মার্চ) মহাখালীর বিএমআরসি ভবনে করোনায় মৃত্যুবরণকারী ৭ জন সিএইচসিপির ওয়ারিশের হাতে প্রণোদনার অর্থ তুলে দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এখনও সম্পূর্ণভাবে চালু হয়নি। এটি চালু হলে স্বাস্থ্যকর্মীদের জন্য সুবিধা হবে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু বলেন, করোনার সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন স্বাস্থ্যকর্মীরা। এজন্য মাঠ পর্যায়ের কর্মীরা প্রশংসা পাওয়ার যোগ্য। কোনো কিছু দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। মাঠ পর্যায়ের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের পরিবারের প্রতি সহানুভূতি জানান তিনি।
কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) তুলসী রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাদাত হোসাইন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সহ-সভাপতি ডাঃ মাখদুমা নার্গিস, কমিউনিটি বেইজড হেল্থ কেয়ার এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ গীতা রানী দেবী প্রমুখ।
করোনায় এ পর্যন্ত মৃত্যুবরণকারী ৭ জন সিএইচসিপি হলেন-
১. মুন্সিগঞ্জের মহাকালী ইউনিয়নের মো: আশরাফুল ইসলাম।
২. ফেনীর সোনাগাজীর মো: মিজানুর রহমান।
৩. খুলনার বটিয়াঘাটার অপু কুমার ঘোষ।
৪. বাগেরহাটের মিঠুন হীরা।
৫. বাগেরহাটের সুচিত্রা রানী দাস।
৬. চাঁদপুরের রাশেদুজ্জামান মিয়াজী।
৭. ব্রাহ্মণবাড়িয়ার মো: আব্দুল হান্নান।
অনুষ্ঠানে জানানো হয়, গত ৩১ জানুয়ারি কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের ১৫তম বোর্ড সভায় মানবিক দিক বিবেচনা করে কোভিড-১৯ এ মৃত্যুবরণকারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) আর্থিক প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।