আমরা শুধু কর্মস্থলের নিরাপত্তাটুকু চেয়েছি : ডা. বাহারুল আলম
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএমএ খুলনা জেলার নেতৃবৃন্দ
আমরা শুধু কর্মস্থলের নিরাপত্তাটুকু চেয়েছি। কিন্তু সেটা মেলেনি। ডা. নিশাত আবদুল্লাহ’র ওপর হামলাকারী আসামিরা গ্রেপ্তার না হওয়ায় চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে এ কথা বলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা জেলার সভাপতি ডা. বাহারুল আলম।
আজ বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল ৩টায় খুলনা বিএমএ ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএমএ খুলনা জেলার নেতৃবৃন্দ।
ডা. বাহারুল আলম বলেন, চিকিৎসককে মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার ও দুই চিকিৎসকের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
তিনি আরও বলেন, আগামী শনিবার (৪ মার্চ) শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৭টায় খুলনা বিএমএ ভবনে কার্যনির্বাহী কমিটির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় পরবর্তী করণীয় ঠিক করা হবে। সেখানে চিকিৎসকদের গণপদত্যাগের একটি সিদ্ধান্ত চলে আসতে পারে। কারণ আমি পদে থেকে আর কতদিন নিবৃত থাকব।