নওগাঁয় নিপাহ ভাইরাসে শ্বশুরের পর পুত্রবধূর মৃত্যু

অনলাইন ডেস্ক
2023-03-02 13:37:23
নওগাঁয় নিপাহ ভাইরাসে শ্বশুরের পর পুত্রবধূর মৃত্যু

ফরিদার শাশুড়ি রহিমা বেগম নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

নিপাহ ভাইরাসে সংক্রমিত হয়ে নওগাঁর মান্দায় আবদুল হক (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ২২ দিন পর তার পুত্রবধূ ফরিদা বেগম একই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (১ মার্চ) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফরিদার শাশুড়ি রহিমা বেগম (৬০) নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ফরিদা বেগম মান্দা উপজেলার চকচোঁয়ার গ্রামের আবদুল খালেকের স্ত্রী। গত ৮ ফেব্রুয়ারি নিপাহ ভাইরাসে আক্রান্ত তার শ্বশুর আবদুল হককে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

স্থানীয় বাসিন্দা ও মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি ফরিদা বেগম জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। উপসর্গগুলো সন্দেহজনক হওয়ায় ওই দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা করে তার শরীরে নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। গত ২৮ ফেব্রুয়ারি একই ধরনের উপসর্গ নিয়ে ফরিদার শাশুড়ি রহিমা বেগম হাসপাতালে ভর্তি হন।

স্থানীয় বাসিন্দারা জানান, ফরিদার স্বামী আবদুল খালেক বসতবাড়ির পাশের দুটি খেজুর গাছ থেকে শীতের শুরু থেকেই রস সংগ্রহ করেন। সেই রস তারা পরিবারের লোকজন পান করতেন। সেখান থেকে তার পরিবারের সদস্যরা নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিজয় কুমার রায় বলেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদা বেগম নামে এক নারীর মৃত্যুর সংবাদ পেয়ে রাতেই স্বাস্থ্য বিভাগ থেকে একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকা থেকে আসা আইসিডিডিআর,বির একটি দল এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাজ শুরু করেছেন। ওই এলাকায় আরও কোনো ব্যক্তি নিপাহ ভাইরাসে আক্রান্ত কি না, তা শনাক্তের জন্য সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে।


আরও দেখুন: