করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া বন্ধ

অনলাইন ডেস্ক
2023-03-01 11:08:07
করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া বন্ধ

করোনা ভ্যাকসিন

মজুত শেষ হওয়ার কারণে করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ প্রয়োগ বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। নতুন টিকা হাতে না আসা পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে অধিদফতরের টিকা শাখার প্রোগ্রাম ম্যানেজার ডা. আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি আরও জানান, কেন্দ্রে টিকা থাকা সাপেক্ষে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি চলমান থাকবে। এক্ষেত্রে সিনোফার্মসহ অন্যান্য টিকা দেয়া যাবে। টিকার ঘাটতি পূরণে তৃতীয় ও চতুর্থ ডোজ আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এগুলো হাতে পেতে আরো ৬ সপ্তাহ সময় লাগতে পারে বলে জানান তিনি।

ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, এরই মধ্যে নতুন করে টিকা আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দেড় মাস সবাইকে টিকার জন্য অপেক্ষা করতে হবে। এ বিষয়ে আজ (১ মার্চ) বুধবার এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন স্বাস্থ্য অধিদফতর অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর।


আরও দেখুন: