২৪ ঘণ্টার কর্মবিরতিতে খুলনার চিকিৎসকেরা

অনলাইন ডেস্ক
2023-03-01 10:00:59
২৪ ঘণ্টার কর্মবিরতিতে খুলনার চিকিৎসকেরা

অন্যায়ভাবে হামলার প্রতিবাদে সরকারি-বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিকে পূর্ণদিবস কর্মবিরতিতে নেমেছেন খুলনার চিকিৎসকেরা

অন্যায়ভাবে হামলার প্রতিবাদে সরকারি-বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিকে পূর্ণদিবস কর্মবিরতিতে নেমেছেন খুলনার চিকিৎসকেরা। এ সময় হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকবে। আজ বুধবার (১ মার্চ) সকাল ৬টা থেকে শুরু হওয়া কর্মবিরতি চলবে আগামীকাল বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৬টা পর্যন্ত। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, খুলনার শেখপাড়ার হক নার্সিং হোমে অপারেশন চলাকালীন সময়ে সহকারী অধ্যাপক ডা. নিশাত আব্দুল্লাহকে পুলিশের একজন এসআই তার সাঙ্গপাঙ্গ নিয়ে মারধর করে। অভিযুক্ত এসআই বর্তমানে সাতক্ষীরায় কর্মরত। পূর্বে অপারেশন করা রোগীর অভিভাবক এসআই চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে হামলা চালান।

সংবাদ সম্মেলনে বিএমএ নেতারা বলেন, কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার দাবি দীর্ঘদিনের। অনিরাপদ অবস্থায় চিকিৎসা দেওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকদের জন্য রাষ্ট্র আজও কার্যকর কোনো নিরাপত্তার ব্যবস্থা করেনি। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ভালোভাবে বিষয়টি জানেন। চিকিৎসক নির্যাতনের বিরুদ্ধে কখনো কোনো ফলপ্রসূ উদ্যোগ নেওয়া হয়নি। আমরা ধৈর্যের শেষ প্রান্তে আছি। কত মাইর খাইতে ভালো লাগে? বহুবার খেয়েছি। এটির অবসান হওয়া উচিত।

চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তার দাবি ও ডা. নিশাত আবদুল্লাহকে শারীরিক লাঞ্ছিতের প্রতিবাদে জেলার সরকারি-বেসরকারি সকল স্তরে চিকিৎসকদের ১ মার্চ  পূর্ণদিবস কর্মবিরতি পালনের আহ্বান জানান। এ সময় জরুরি চিকিৎসাসেবা বহাল রাখার ঘোষণা দেন বিএমএ নেতারা।

গত ২৫ ফেব্রুয়ারি শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নিশাত আবদুল্লাহকে মারধরের অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে।


অভিযোগে বলা হয়েছে, ডা. নিশাত আব্দুল্লাহর বিরুদ্ধে চিকিৎসা অবহেলা অভিযোগ তুলে অপারেশন রুমে ঢুকে তাকে বেধড়ক পেটায় অপারেশন করা রোগীর অভিভাবক পুলিশের এক এসআই। এ সময় ডা. আব্দুল্লাহ মার খেয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। পরে অপারেশন থিয়েটার ও ক্লিনিক ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করলে, তাৎক্ষণিকভাবে অপারেশন বন্ধ হয়ে যায়।


আরও দেখুন: