মো: আবু দায়েন মীরের বই ‘অন্য আলোয়’
মাসব্যাপী অমর একুশে বই মেলার শেষদিনে বাজারে এলো মো: আবু দায়েন মীরের লেখা বই ‘অন্য আলোয়’
মাসব্যাপী অমর একুশে বই মেলার শেষদিনে বাজারে এলো মো: আবু দায়েন মীরের লেখা বই ‘অন্য আলোয়’। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় লেখক মো: আবু দায়েন মীর বলেন, ‘রাজনীতি করার সুবাদে ভিন্ন ভিন্ন পরিবেশে অসংখ্য মানুষের সাথে সমাজের বিভিন্ন ধরনের মতামত জানার চেষ্টা করেছি। সচেতনভাবে নিবিড় তাত্বিক বিশ্লেষনের মাধ্যমে সমস্যার স্বরূপ উদ্ঘাটন ও স্থায়ী সম্মানজনক সমাধান খুঁজেছি কখনো বা পেয়েছিও। যার বহিঃপ্রকাশ এই 'অন্য আলোয়'।
বইটির সম্পাদনা ছিলেন এনপিআই ইন্সটিটিউটের ট্রেজারার অধ্যাপক ড. আ: সালাম। তিনি বলেন, বাংলাদেশ ও বিশ্বে যে সমসাময়িক সমস্যা এবং তার থেকে উত্তলনের কি ধরনের পদক্ষেপ নিতে হবে তার দিক নির্দেশনা দেয়া আছে বইটাতে।
গনতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে কার্যকর পদক্ষেপগুলো আলোচনা করা আছে।
এই বইয়ে নতুন কনসেপ্ট দেয়া হয়েছে। সেটা হলো ম্যান টু ম্যান ভোটিং সিস্টেম।
অন্য আলোয় বইটির প্রকাশনায় রয়েছে মননশীল প্রকাশনী সংস্থা ‘বই বাজার’।