নানা অনিয়মের দায়ে ৩টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
2023-02-24 11:50:55
নানা অনিয়মের দায়ে ৩টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে জরিমানা

কর্ণফুলী উপজেলার কলেজ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সাউথ চট্টগ্রাম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং কর্ণফুলী চক্ষু হাসপাতালকে নানা অনিয়মের অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কর্ণফুলী উপজেলার কলেজ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী।

অভিযানে দেখা যায়- সাউথ চট্টগ্রাম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ডায়াগনস্টিক রিপোর্টে টেস্ট ছাড়াই ডাক্তারের স্বাক্ষর করে রাখা হতো, বাহিরের ল্যাব থেকে বেশিরভাগ রিপোর্ট করিয়ে নিয়ে আসলেও ছিল না কোনো চুক্তিপত্র, ল্যাব সহকারীরা এখনো বিভিন্ন স্কুল কলেজে অধ্যয়নরত, তাদের নেই কোন ট্রেনিং সার্টিফিকেট। এসব নানা অনিয়মের দায়ে  হাসপাতালের ম্যানেজারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। 

কর্ণফুলী চক্ষু হাসপাতালে ল্যাব সহকারীরাই চোখের পরীক্ষা নীরিক্ষা করাতেন। অপারেশন থিয়েটারে অপারেশনের যন্ত্রপাতি মরিচা ধরা। নেই কোন বিশেষজ্ঞ সার্জন। এরপরও ওই হাসপাতালের ল্যাব সহকারীরা রোগীদের চোখে নিয়মিত চিকিৎসা করতেন। এসব দায়ে  ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী।

এর আগে ২০১৯ সালের ৩১ অক্টোবর কর্ণফুলী চক্ষু হাসপাতালকে সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা করেন তৎকালীন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সৈয়দ সামশুল তাবরীজ। 


আরও দেখুন: