সৌরভ ছড়াচ্ছে পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ইলিয়াস হোসেন :
2023-02-23 10:19:55
সৌরভ ছড়াচ্ছে পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

পরিবেশ ও সেবায় সৌরভ ছড়াচ্ছে পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

পরিবেশ ও সেবায় সৌরভ ছড়াচ্ছে পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ঝকঝকে পরিবেশে মান-সম্মত সেবা পাচ্ছেন এলাকার রোগীরা। ডক্টর টিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ডাঃ আবদুল্লাহ-আল-আজিজ। 

তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেয়ার পরই এখানকার স্বাস্থ্যসেবার মান উন্নত করার উদ্যোগ গ্রহণ করেন। জেলার ডাইনামিক সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরীর নির্দেশনা ও পরামর্শ মাফিক বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালু করতে সক্ষম হন তিনি। এরপর থেকে নিয়মিতভাবে সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য মেজর অপারেশন সেবা দিচ্ছেন রোগীদের। 

24b9b33d-2623-4496-a272-ad567af1f126

বর্তমানে ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে সহ বেশিরভাগ টেস্ট ও পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালেই করা হচ্ছে।

জরুরি বিভাগের চিকিৎসা সেবার মান বাড়াতে জরুরী বিভাগ সংলগ্ন একটি অবজারভেশান রুম চালু করা হয়েছে। 

332548171_6233635790020144_1267887465032832944_n

রক্ত পরিসঞ্চালনের জন্যে এখন আর জেলা সদরে যাওয়ার প্রয়োজন হয় না আটঘরিয়ার রোগীদের। থ্যালাসেমিয়া, রক্তশূন্যতা সহ অন্যান্য রোগে রোগীর শরীরে রক্ত দেয়ার ব্যবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিতভাবে হচ্ছে।

332867785_1151623752177529_6140978455497918004_n

এছাড়াও, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পুকুর সংস্কার করে মাছ চাষ ও খালি জায়গায় অন্যান্য ফসল উৎপাদন করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে টেলিমেডিসিন কক্ষ থেকে কমিউনিটি ক্লিনিকের জটিল রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

332581389_1600810507049771_2652093044578318142_n

উপজেলার জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের  চিকিৎসক, নার্স সহ সকল পর্যায়ের কর্মকর্তা/ কর্মচারীরা টিমওয়ার্কের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ডাঃ আবদুল্লাহ-আল-আজিজ। 

7edb46ba-dabb-436c-bcf8-b93d016653ee


আরও দেখুন: