সৌরভ ছড়াচ্ছে পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
পরিবেশ ও সেবায় সৌরভ ছড়াচ্ছে পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
পরিবেশ ও সেবায় সৌরভ ছড়াচ্ছে পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ঝকঝকে পরিবেশে মান-সম্মত সেবা পাচ্ছেন এলাকার রোগীরা। ডক্টর টিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ডাঃ আবদুল্লাহ-আল-আজিজ।
তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেয়ার পরই এখানকার স্বাস্থ্যসেবার মান উন্নত করার উদ্যোগ গ্রহণ করেন। জেলার ডাইনামিক সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরীর নির্দেশনা ও পরামর্শ মাফিক বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালু করতে সক্ষম হন তিনি। এরপর থেকে নিয়মিতভাবে সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য মেজর অপারেশন সেবা দিচ্ছেন রোগীদের।
বর্তমানে ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে সহ বেশিরভাগ টেস্ট ও পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালেই করা হচ্ছে।
জরুরি বিভাগের চিকিৎসা সেবার মান বাড়াতে জরুরী বিভাগ সংলগ্ন একটি অবজারভেশান রুম চালু করা হয়েছে।
রক্ত পরিসঞ্চালনের জন্যে এখন আর জেলা সদরে যাওয়ার প্রয়োজন হয় না আটঘরিয়ার রোগীদের। থ্যালাসেমিয়া, রক্তশূন্যতা সহ অন্যান্য রোগে রোগীর শরীরে রক্ত দেয়ার ব্যবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিতভাবে হচ্ছে।
এছাড়াও, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পুকুর সংস্কার করে মাছ চাষ ও খালি জায়গায় অন্যান্য ফসল উৎপাদন করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে টেলিমেডিসিন কক্ষ থেকে কমিউনিটি ক্লিনিকের জটিল রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
উপজেলার জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স সহ সকল পর্যায়ের কর্মকর্তা/ কর্মচারীরা টিমওয়ার্কের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ডাঃ আবদুল্লাহ-আল-আজিজ।