ঢাকার চেয়েও কুমিল্লার বাতাস বেশি ‘অস্বাস্থ্যকর’
গত সোমবারও ঢাকার চেয়ে কুমিল্লার বায়ুর মান খারাপ ছিল।
ফেব্রুয়ারিতেও ঢাকার বায়ুমানের দুর্যোগ অব্যাহত রয়েছে। তবে বুধবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার চেয়ে কুমিল্লার বাতাসের মান বেশি ‘অস্বাস্থ্যকর’।
সকাল ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৬৪ স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম। একই সময়ে কুমিল্লার স্কোর ১৭৩। গত সোমবারও ঢাকার চেয়ে কুমিল্লার বায়ুর মান খারাপ ছিল।
৩৪২ স্কোর নিয়ে বুধবার দূষিত শহরের তালিকার শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। ইরাকের বাগদাদ ১৮২ স্কোর নিয়ে দ্বিতীয়, ঘানার আক্রা ১৮০ স্কোর নিয়ে তৃতীয় ও ১৭৩ স্কোর নিয়ে পরের অবস্থানে ভারতের মুম্বাইয়ের।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০। এ ছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর ও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি— বছরের এই চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে খারাপ।