ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক দিনে ৮ শিশুর জন্ম

অনলাইন ডেস্ক
2023-02-21 11:19:29
ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক দিনে ৮ শিশুর জন্ম

এক দিনে ৮টি শিশুর জন্মের উৎসব হলো শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

এক দিনে ৮টি শিশুর জন্মের উৎসব হলো শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গতকাল সোমবার দিনভর নরমাল ডেলিভারি'র মাধ্যমে ৫ জন শিশু এবং সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৩ জন শিশু জন্মগ্রহণ করেছে।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ডক্টর টিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান ইবনে আমিন। ডেলিভারি'র পর মা ও শিশু প্রত্যেকেই সুস্থ্য আছেন বলে জানান তিনি। 

হাসান ইবনে আমিন জানান, জরুরী ভিত্তিতে সিজার করতে হয়েছে ৩ টি। মা ও শিশুর অবস্থা আশংকাজনক থাকা সত্ত্বেও অত্যন্ত দক্ষতার সাথে সিজার সম্পন্ন করা হয়েছে। এই কৃতিত্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভেদরগঞ্জে দ্বায়িত্বরত সকল কনসাল্ট্যান্ট, ওটি টিম, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফের বলে উল্লেখ করেন তিনি। 

ডা. হাসান ইবনে আমিন আরও জানান, ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪০ বছর পর গত বছর জুলাই মাস থেকে অপারেশন থিয়েটারটি চালু করা হয়। এরপর থেকে নিয়মিত মেজর ও মাইনর অপারেশন করা হচ্ছে। এটি  ভেদরগঞ্জের সাধারণ মানুষের জন্য এক বিশাল প্রাপ্তি বলে উল্লেখ করেন তিনি। 


আরও দেখুন: