দরিদ্রদের বিনামূল্যে কিডনি চিকিৎসা দেবে সিজেডএম
কেরানীগঞ্জের গুইটা কৃষ্ণনগরে পাইলট প্রকল্প হিসেবে বছরে প্রায় ৫ হাজার ডায়ালাইসিসের সুবিধা নিয়ে সেন্টারটি উদ্বোধন করা হয়
দরিদ্র কিডনি রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জে একটি কিডনি ডায়ালাইসিস ও ট্রান্সপ্লান্ট সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) পূর্ণাঙ্গ হাসপাতাল শুরুর আগে কেরানীগঞ্জের গুইটা কৃষ্ণনগরে পাইলট প্রকল্প হিসেবে বছরে প্রায় ৫ হাজার ডায়ালাইসিসের সুবিধা নিয়ে সেন্টারটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কাজ করা সকলের নৈতিক দায়িত্ব। জাকাত একটি মৌলিক ইবাদত হিসেবে আমাদের নৈতিকতার কথা স্মরণ করিয়ে দেয়। টেকসই উন্নয়নের যে আলোচনা আজ চলমান, তা জাকাত দিয়ে সম্ভব। সিজেডএম তার অন্যান্য কার্যক্রমের পাশাপাশি এই ডায়ালাইসিস সেন্টার স্থাপনের মাধ্যমে তা করে দেখিয়েছে।
সিজেডেমের চেয়ারম্যান নিয়াজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান এসকে নাসির উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা দেশের সুবিধা বঞ্চিত মানুষের সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান এবং নিজেরদের সমর্থন অব্যাহত রাখবেন বলে ঘোষণা করেন।
আয়োজকরা জানান, বাংলাদেশে ২ কোটি মানুষ (প্রতি সাতজনে একজন) কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। বর্তমান বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল, আজীবন চিকিৎসা হলো কিডনি ডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্লান্ট। বাংলাদেশে লাখ লাখ ডায়ালাইসিসযোগ্য রোগীর ৯০ শতাংশই টাকার অভাবে চিকিৎসা নিতে পারে না। ফলে দেশে ডায়ালাইসিসযোগ্য প্রায় ৪০ হাজার কিডনি রোগী প্রতিবছর মারা যায়।